|
Date: 2023-09-09 05:03:20 |
পিরোজপুর এর কাউখালি তে একটি আয়রন ব্রীজে রডের বদলে ব্যবহার করা হয়েছে সুপারি গাছ। কয়েক মাস আগে ব্রীজ টি রিপেয়ার করা হয়েছিল। কয়েক মাস যেতে না যেতেই ব্রীজ এর স্লাপ ভেঙে গেলে দেখা যায় যে ব্রীজ এর স্লাপ এ রডের বদলে ব্যবহার করা হয়েছ সুপারি গাছ। ছবিটি পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।এ কাজের জন্য জনগনের মনে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ ।ঠিকাদারি প্রতিষ্ঠান এর যথাযথ শাস্তি দবি করেছে স্থানীয় জনগন।কাউখলি উপজেলা চেয়ারম্যান জনাব মো. আবু সাইদ মিঞা জনান এ ব্যাপারে তিনি যথাযত ব্যবস্থা গ্রহণ করবেন। স্থানীয় দের সাথে কথা বলে জানা গেছে ঠিকাদারি প্রতিষ্ঠান এর নাম মো. লাভলু খান তিনি মেসার্স হালিমা এন্টারপ্রাইজ এর কর্নধর।এ বিষয় জানতে চাইলে কাউখালি এর উএনও সজল মোল্লা এ কাজের জন্য দুঃখ প্রাকশ করেন,তিনি জানান যারা এ কাজের সাথে জরিত তাদের অতি দ্রুত অইনের আওতায় আনা হবে। ঠিকাদারি প্রতিষ্ঠান এর কর্নধর এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান এ কাজের বিষয়ে তিনি কিছুই জাননে না,তিনি এ কাজটি পেলেও পরবর্তীতে কাজটি বিক্রি করে দেন।
© Deshchitro 2024