নান্দাইলে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত 


“পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সাক্ষরতা প্রসার”এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ময়মনসিংহের নান্দাইলে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে।


এ উপলক্ষে শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যেগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পালের সভাপতিত্বে উপজেলা শিক্ষা অফিসার ফজিলাতুন নেছার সঞ্চালনায় উপজেলা প্রশাসনিক সন্মেলন কক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আনিসুজ্জামান,যুব উন্নয়ন কর্মকর্তা ফয়েজ উদ্দিন,সহকারী উপজেলা শিক্ষা অফিসার মনিরুল আমিন,সাংবাদিক আবু হানিফ সরকার প্রমুখ। 


বক্তারা বলেন, সাক্ষরতা অর্জন প্রতিটি মানুষের সাংবিধানিক অধিকার। তাই প্রতিটি মানুষের সাক্ষরতা অর্জনের মাধ্যমে দেশ তথা বিশ্বকে এগিয়ে নিয়ে যেতে হবে। সব বয়সের নারী ও পুরুষের শিক্ষা গ্রহণের সুযোগ রয়েছে। 


বক্তারা আরও বলেন সাক্ষরতার উন্নতি হলেই দেশের উন্নয়ন সম্ভব। এর জন্য চাই সর্বক্ষেত্রে ব্যাপক গণসচেনতা। সরকার নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়তে প্রানপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এক্ষেত্রে শিক্ষা সংক্রান্ত ব্যবস্থাপনা কমিটি ও জনপ্রতিনিধিরা সচেতন হলে নিরক্ষরমুক্ত নান্দাইল উপজেলা গড়ে তোলা সম্ভব।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024