|
Date: 2023-09-09 07:02:39 |
সিরাজগঞ্জ শহরের ধানবান্ধিতে অবস্থিত সরস্বতী সরকারী প্রাথমিক বিদ্যালয় ১৯৪০ সালে এই বিদ্যালয়টি স্থাপিত হয়েছিল। এই বিদ্যালয়টির বর্তমান প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম তিনি একজন শুধুই শিক্ষক নন তিনি স্কুলের সার্বিক কাজ একাই করেন। স্কুলের প্রতি তার অনেকটাইটান রফিকুল ইসলাম দপ্তরী যে কাজটি করে সেই কাজটি তিনি নিজেই করেন পরিস্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে নিজেই বাথরুম নিজ হাতে প্রতিনিয়ত তিনি পরিস্কার ও স্কুলের আংগিনায় পরিস্কার সহ সকল কাজ তিনি করেন। কারণ তিনি ছোট বেলা থেকে স্কাউটিং করা একজন মানুষ। মোঃ
রফিকুল ইসলাম তিনি স্কাউট শাখায় দীক্ষা নিয়ে কাব স্কাউট শাখায় একজন উডব্যাজার জাতীয় সনদপত্র প্রাপ্ত ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব স্কাউট লিডার ও সদর উপজেলায় ৫ বার যুগ্ম সম্পাদক ২ বার সহকারী কমিশনার, ও ২০০৬ সালে জেলা কাব ক্যাপুরীতে এই স্কুলের ২ টি গ্রুপ অংশগ্রহণ করে ১ টি দল জেলা প্রথম স্থান অধিকার করে, ও ২০০৩ সালে একজন শাপলা কাব এ্যাওয়ার্ড অর্জন করে ও ২০০৪ সালে ৩ জন শাপলা কাব এ্যাওয়ার্ড অর্জন সেই বছরে সারা বাংলাদেশে ৩২ জন কাব শাপলা অর্জন করেছে। এবং জাতীয় পর্যায়ে কাব ক্যাপুরীতে অংশগ্রহণ করেছে। এখনও সুসজিত কাব স্কাউট দল এবং হলদে পাখি দল আছে। দুঃখের বিষয়
স্কুলে মাঠ নেই বল্লে চলে। তবু্ও স্কুলে স্কাউটিং কার্যক্রম চালিয়ে যাচ্ছেন ২০০৬ সালে সাবেক প্রধান জাতীয় কমিশনার ও স্বাস্থ্য সচিব মোঃ ফজলুর রহমান, তিনি সিরাজগঞ্জে এসে সরস্বতী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শনে আসেন এবং কাব দের সাথে বিকেল ৩ টা থোকে সন্ধা ৭ টা পর্যন্ত অবস্থান করেন ২০১০ সালে জাতীয় উপ- কমিশনার ৬ জন স্কুল পরিদর্শন করেন এবং কাব স্কাউটের পরিবেশনায় নাটক একক অভিনয় দেখে মুগ্ধ হন। ২০০৭ সালে প্রাথমিক বৃওি পরীক্ষায় ১ জন সদর উপজেলায় প্রথম স্থান অধিকার করেছে। ২০১৭ সালে প্রতিষ্ঠানটি সদর উপজেলায় সবচেয়ে বেশী এ প্লাস অর্জন করেছে। এবং প্রধান শিক্ষক এর বিদ্যালয়ে যোগদানের সময় হতে ৯৭ জন ছেলে মেয়ে বৃত্তি পেয়েছে। এই বিদ্যালয়টি ১৯৪০ সালে প্রথম প্রধান শিক্ষক ছিলেন খন্দকার বসির উদ্দীন, ম্যানেজিং কমিটির প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন মৃত তাজমুল হাসান, ১০ নং ওয়ার্ডের মরহুম মোঃ জুলফিকার হাবীব তরু সাবেক কমিশনার বিদ্যালয়টি ভবণ নির্মানের সময় জায়গায় সংকুলান না হওয়ায় তার নিজের বাড়ী দক্ষিণ পুর্ব কণার থেকে ২ শতক জায়গা দান করে দেন। এর পরে সভাপতি হিসেবে ছিলেন আব্দুল মানান তালুকদার এমপি, মির্জা ফরহাদুজামান, মির্জা মোস্তফা জামান, বর্তমানে সভাপতি আছেন তরুন মোঃ আব্দুর রহিম খোকন
© Deshchitro 2024