|
Date: 2023-09-09 13:46:35 |
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় অননুমোদিত পাথর ভাঙা মেশিনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। শনিবার (৯ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় পাথর ভাঙা মেশিন দিয়ে যত্রতত্র পাথর ভাঙা হচ্ছে। এতে পরিবেশ দূষিত হয়ে মানুষের স্বাস্থ্যের ক্ষতি হয়। অবৈধ মেশিনে পাথর ভাঙা বন্ধে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল ইসলাম। এ সময় চার জন মেশিনের মালিককে ৬৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক। একই দিন পাটগ্রাম ইউনিয়ন হয়ে প্রবাহিত ধরলা নদী হতে অবৈধভাবে পাথর উত্তোলনে ব্যবহৃত দুইটি ড্রেজার মেশিনও ধ্বংস করে ভ্রাম্যমান আদালত। অভিযানে পাটগ্রাম থানা পুলিশ ও ডিএসবি পুলিশ লালমনিরহাটের সদস্যরা অংশ নেন।
ভ্রাম্যমান আদালতের বিচারক পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল ইসলাম বলেন, ‘পরিবেশের সুরক্ষায় অবৈধ মেশিন বন্ধে অভিযান চালানো অব্যাহত থাকবে। পাথর ভাঙা মেশিন গুলোর অনুমোদন ছিলনা ও পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র না থাকায় জরিমানা করা হয়েছে।’
© Deshchitro 2024