একজন তরুন উদীয়মান গীতিকার ও শিল্পী। নাম তার আনোয়ার হোসেন রাব্বি। বেড়ে উঠেছে সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার বিখ্যাত বিশ্বম্ভপুর উপজেলায়। যিনি এই বয়সে মানুষের ভালোবাসার মানুষ হিসেবে বিবেচিত হয়েছেন। কেননা, তার মায়া ভরা কণ্ঠে গিয়েছন গান। বলা যায়, একজন যোগ্য শিল্পী ও গীতিকার। 

তার কণ্ঠে উল্লেখযোগ্য কিছু গান। চলুন দেখি সেগুলোর নাম। 


:::সুন্দরী কন্যা।


:::আনোয়ার হোসেন রাব্বি


:::সুজন সখী


:::রাজন পাল।


:::ছাইড়া  যাইও না।


:::পথিক উজ্জ্বল।


:::কলিজা পুড়াইয়া


:::বীথি নাথ


:::ডাকাইয়া মাইয়া।


:::এস কে  জয়


 :::নিদয়া


:::রাজন পাল


:::আমার  স্বপ্ন


:::আনোয়ার হোসেন রাব্বি


:::বিশ্বম্ভপুর বাড়ি আমার


:::রাজন পান


:::পর মানুষ


:::জে আর নিউটন

সত্যি কারও কারও গান শোনে আমরা এতটা মুগ্ধ হই যে অগোচরে বলে ফেলি, গা শিউরে উঠছে। এটা কিন্তু কেবল কথার কথা নয়। সত্যিই, তখন গায়ে কাঁটা দেয়। গান মানুষের শারীরিক এবং মানসিক ভাষার বহিঃপ্রকাশ মাত্র।


জীবনের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা যেকোনো অনুভূতিতে হৃদয়ের গোপন স্থানে প্রতিনিয়ত ধ্বনিত হতে থাকে সুরের ব্যঞ্জনা। কম-বেশি গান শুনতে পছন্দ করেন, গানের প্রেমে আপ্লুত হননি- এমন মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া খুবই দুরুহ। কারণ সাধারণ মানুষ যুগ যুগ ধরে সুরের সঙ্গে এক অবিচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ। বিভিন্ন মানুষ তাদের রুচি অনুযায়ী পছসন্দই গানটি শুনে থাকেন। তবে ফোক গানের জনপ্রিয়তা অধিক। 


জলজোছনার শহরের, আমাদের একজন আনোয়ার হোসেন রাব্বি আছে,  যাকে নিয়ে ব্যক্তিগতভাবে বড়াই করে কথা বলতে পারি। যেতে হবে বহুদূর। অনেক বেশি শুভ কামনা রইল।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024