চেয়ারম্যানের বাড়িতে ৫ দিন ধরে যুবতী মেয়ে'র অবস্থান: এলাকাবাসীর কৌতূহল

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় একটি যুবতী মেয়ে সাবেক স্বামীকে আবার আপন করে পাবার আশায় গত পাঁচ দিন ধরে নিতাই ইউনিয়নের চেয়ারম্যান মোত্তাকিম রহমান আবু এর বাড়িতে অবস্থান করছেন।চেয়ারম্যান আবু এর বাড়িতে তার স্ত্রী না থাকায় এলাকার মধ্যে অনেক কৌতূহল জেগেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার নিতাই ইউনিয়নের মৌলভী বাজার এলাকায়। 

( ৯ই সেপ্টেম্বর) শনিবার সকাল ১১ টায়  সরেজমিনে গিয়ে দেখা যায়, গত ৫ দিন ধরে তালাক প্রাপ্ত স্ত্রী একই ইউনিয়নের চেয়ারম্যান মোত্তাকিম রহমান আবু এর বাড়িতে অবস্থান করছেন।অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার নিতাই ইউনিয়নের মৌলভী বাজার এলাকার ইসমাইল এর ছেলে রিপন ইসলাম  (২৫) এর সাথে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেম হয় পাবনা জেলার সদর উপজেলার ইসলামপুর গ্রামের মৃত জিল্লুর রহমান মেয়ে তিথীর। সেই প্রেমের সম্পর্কে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। কিন্তু সেই বিয়ে তিন মাসের বেশি টিকেনি। গ্রামের মাতবর ও চেয়ারম্যানদের উপস্থিতিতে তালাকের মাধ্যমে তাদের বিবাহ বন্ধনের বিচ্ছেদ ঘটে। বিচ্ছেদের কিছুদিন পর তালাক প্রাপ্ত স্ত্রী তিথী পূনরায় সাবেক স্বামী রিপন ইসলামের সাথে যোগাযোগ করতে শুরু করে। সেই সাবেক স্বামী রিপন ইসলামকে বিয়ে বা সংসার করার জন্য সূদুর পাবনা থেকে ছুটে আসেন সাবেক স্বামী রিপনের এলাকায়। সেইঅসহায়  লক্ষে গত ৫ সেপ্টেম্বর রাত্রি ১২ টা থেকে ৯ তারিখ পযর্ন্ত অবস্থান করছেন চেয়ারম্যান মোত্তাকিম রহমান আবু এর বাড়িতে। সাবেক স্বামী রিপন ইসলামসহ তাদের পরিবারের অভিযোগ জোরপূর্বক ভাবে সেই মেয়েকে দিয়ে বিয়ে দেওয়ার পাঁয়তারা করছেন অত্র এলাকার চেয়ারম্যান। নিতাই ইউনিয়নের চেয়ারম্যান মোত্তাকিম রহমান এর সাথে কথা হলে  তিনি বলেন, ছেলে মেয়েকে বুঝে সুজে বাড়াবাড়ি ছাড়ায় বিয়ে দেওয়ার চেষ্টা করছি। ৫ দিন ধরে পাবনার মেয়ে আপনার বাড়িতে জানতে চাইলে বলেন, চেয়ারম্যান হিসেবে আমার বাড়িতে থাকতেই পারে।

এ বিষয়ে থানার এস আই শ্রী প্রভাত চন্দ্র বলেন অভিযোগের ভিত্তিতে মিমাংসার স্বার্থে দুই পক্ষ কে নিয়ে বসেছিলাম। 


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024