লাখাইয়ে বাপার উদ্যোগে এডভোকেট মোঃ  আবু জাহির মডেল কলেজ এ  তালের চারা  রোপন।



 মহিউদ্দিন আহমেদ রিপন লাখাই থেকে, পরিবেশ ও বজ্রপাত থেকে রক্ষায় তালের চারা রোপন অভিযান। 

রবিবার (১০সেপ্টেম্বর)  লাখাইয়ের বিভিন্ন বিদ্যালয় ও কলেজ  ও  ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে    তালের চারা রোপন এর অংশ হিসাবে দুপুরে উপজেলার মনতৈল এলাকায় অবস্থিত এডভোকেট আবু জাহির মডেল কলেজ প্রাঙ্গনে তালের চারা রোপন করা হয়। বাংলাদেশ পরিবেশ আন্দোলন ( বাপা) হবিগঞ্জ জেলা কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ রিপন এর অর্থায়নে তালের চারা রোপন কালে উপস্থিত ছিলেন এডভোকেট আবু জাহির মডেল কলেজ এর অধ্যক্ষ মোঃ রফিক আলী, ৫ নম্বর করাব ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল কুদ্দুস, বাংলাদেশ পরিবেশ আন্দোলন হবিগঞ্জ জেলা কমিটির নির্বাহী সদস্য মোঃ বাহার উদ্দিন, উপসহকারী কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, মহিউদ্দিন আহমেদ রিপন, সাংবাদিক ইয়াকুব হাসান অন্তর, কামরুল হাসান সুজন সহ কলেজের শিক্ষক ও ছাত্র ছাত্রীরা।

এ সময় কলেজের অধ্যক্ষ মোঃ রফিক আলী বলেন পরিবেশ রক্ষায় বৃক্ষ রোপনের বিকল্প নেই। তালের চারা সহ পরিবেশ বান্ধব বৃক্ষ রোপনে সকলের ঐক্য বদ্ধ প্রয়াস চালাতে হবে। তিনি তালের চারা রোপন এর মতো একটি উদ্যোগ গ্রহণ করায় বাপার সদস্য মহিউদ্দিন আহমেদ রিপন সহ সংগঠনের সকলের ভূয়সী প্রসংশা করেন।তিনি তার অবস্থান থেকে এ ধরনের পরিবেশ রক্ষায় সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন। 

পরে উপজেলার ৫ নম্বর করাব ইউনিয়নের ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে তালের চারা রোপন করা হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024