কুলিয়ারচরে ফরিদপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে আওয়ামীলীগের কাউন্সিল সম্পন্ন


মোঃ ফরমান উল্লাহ, ভ্রাম্যমান সংবাদদাতা



কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার ৭ নং ফরিদপুর ইউনিয়নের ৯টি আওয়ামী লীগের কাউন্সিল সুষ্ট ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। ফরিদপুর ইউনিয়নের চেয়ারম্যান  ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও আহ্বায়ক কমিটির সদস্য এস.এম আজিজ উল্ল্যাহ, ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য সচিব আজিজুল হক কাশেম,  আহ্বায়ক কমিটির আহ্বায়ক আলহাজ্ব আলমগীর হোসেন ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মুক্তিমামুদ খোকা, যুগ্ম আহ্বায়ক মোঃ জিল্লুর রহমান জিলন, যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান মুছা, সদস্য মোঃ দেওয়ান আলী, তারেক আজিজ খান ইকবাল, মুহাম্মদ শাহ্ আলম, মোঃ রেফায়েত উল্লাহ ও মোঃ তোফাজ্জল হোসেন  সুদক্ষ ব্যবস্থাপনা ও পরিচালনায়  গত ২ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত ৮ দিনে ইউনিয়নের ৯টি ওয়ার্ড আওয়ামী লীগের কাউন্সিল সম্পন্ন হয়েছে।



অনুষ্ঠিত কাউন্সিলে উপস্থিত বিশিষ্ট শিল্পপতি আরাফাত কেমিক্যাল ওয়ার্কস এর নির্বাহী পরিচালক মোঃ ফজলুর রহমান,  উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল হোসেন লিটন,  পার্শবর্তী বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন।


ফরিদপুর ইউনিয়নের কাউন্সিলে নির্বাচিতরা হলেন,  ১ নং ওয়ার্ডের সভাপতি পদে মোঃ মহসীন ভূঁইয়া ও সাধারণ সম্পাদক পদে মোঃ এমাদ মিয়া। ২ নং ওয়ার্ডের সভাপতি পদে মোঃ হারিছ মিয়া ও সাধারণ সম্পাদক পদে মোঃ বোহান মিয়া।  ৩ নং ওয়ার্ডের সভাপতি পদে মোঃ সাইফুল ইসলাম লিটন( বিনা প্রতি দ্বন্দ্বিতায়)ও সাধারণ  সম্পাদক পদে ভবেশ চন্দ্র বিশ্বাস। ৪ নং ওয়ার্ডের সভাপতি পদে  জিল্লুর রহমান খান  ও সাধারণ সম্পাদক পদে সুরুজ খান।  ৫ নং ওয়ার্ডের সভাপতি পদে মোঃ মোবারক হোসেন ভূঞা ও সাধারণ  সম্পাদক পদে মোঃ আবুল খায়ের ভূঞা। ৬ নং ওয়ার্ডের সভাপতি পদে  মোঃ বকুল মিয়া ও সাধারণ সম্পাদক পদে আবদুল আওয়াল।  ৭ নং ওয়ার্ডের সভাপতি পদে  মোঃ রতন মিয়া ও সাধারণ সম্পাদক পদে মোঃ কাজল মিয়া। ৮ নং ওয়ার্ডের সভাপতি পদে  বিমল চন্দ্র সরকার ও সাধারণ সম্পাদক পদে মোঃ গোলাপ খান।  ৯ নং ওয়ার্ডের সভাপতি পদে  মোঃ মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক পদে মোঃ শকত মিয়া। 



সুন্দর, সুশৃঙ্খল ও সুষ্টভাবে কাউন্সিল সম্পন্ন হওয়ায় রোববার (১০ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুর  ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এস.এম আজিজ উল্ল্যাহ, সাধারণ সম্পাদক আজিজুল হক কাশেম, আহ্বায়ক কমিটির আহ্বায়ক আলহাজ্ব আলমগীর হোসেন ভূঁইয়া ও যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মুক্তিমামুদ খোকাসহ আহ্বায়ক কমিটির সকলকে অভিনন্দন জানান।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024