দিনাজপুর সদর উপজেলার ৯নং আশকরপুর ইউনিয়নের মুরারীপুর উচ্চ বিদ‍্যালয়ে বিধি লঙ্ঘন করে ম‍্যানেজিং কমিটি গঠনের প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষার্থীদের অভিভাবক এবং এলাকার স্থানীয় গন‍্যমান‍্য ও সচেতন ব‍্যক্তিবর্গ।
 ১০ সেপ্টম্বর সকালে ৯নং আশকরপুর ইউনিয়নের মুরারীপুর উচ্চ বিদ‍্যালয়ের সম্মুখ সড়কে শিক্ষার্থী অভিভাবক ও গন‍্যমান‍্য ব‍্যক্তিবর্গের উপস্থিতিতে মানববন্ধেনে বক্তারা  মুরারীপুর উচ্চ বিদ‍্যালয়ের সাবেক ব‍্যবস্থাপনা কমিটির বিরুদ্ধে একাধিক দূর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে বলেন বর্তমান ব‍্যবস্থাপনা পরিষদ নিজেদের আধিপত‍্য টিকিয়ে রাখতে বিধি লঙ্ঘন করে অবৈধভাবে দাতা সদস‍্য মনোনয়ন,বিদ‍্যালয়ে কোন প্রকার প্রচারনা ছাড়াই এবং অভিভাবক সদস‍্যদের অবগত না করেই নিজেদের পছন্দনীয় দাতা সদস‍্য,অভিভাবক সদস‍্য মনোনীত করে প্রহসনের নীর্বাচন দিয়ে পুনরায় তাদের ক্ষমতাকে ধরে রেখে অবাদে স্কুলে দূর্নীতির রাজত্ব কায়েম করতে যে নীল নকশা তৈরি করেছে,তা কখনোই সমাজের সচেতন ব‍্যক্তিবর্গ ও অভিভাবকরা মেনে নেবে না।এরা শিক্ষার্থীদের জীবন গড়ার চিন্তা ভাবনার চেয়ে নিজেদের আখের গোছাতেই বেতিব‍্যস্ত থাকে।ব‍্যবস্থাপনা কমিটির উদাসীনতায় অনেক শিক্ষার্থী মোটা অংকের টাকা দিয়েও রেজিষ্ট্রেশন করা থেকে বঞ্চিত হয়েছে।এইসব শিক্ষার্থীদের দায়ভার কে নেবে? তাই অনতি বিলম্বে প্রহশনের নির্বাচন বন্ধসহ স্বচ্ছ এবং যোগ‍্যতার ভীত্তিতে জাতীয় সংসদ নির্বাচনের পরে মুরারীপুর উচ্চ বিদ‍্যালয়ের ব‍্যবস্থাপনা কমিটির নির্বাচন দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষার্থীদের ভবিষ‍্যৎ সম্ভবনার দ্বারকে উন্মোচন করতে বর্তমান দূনীতিবাজ ব‍্যবস্থাপনা কমিটির দূর্নীতি এবং নির্বাচন বন্ধে ঘন্টাব‍্যাপি এলাকায় মানববন্ধন করেন অভিভাবক ও এলাকার গন‍্যমান‍্য ব‍্যক্তিবর্গ।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024