|
Date: 2022-09-28 05:34:42 |
চোখ ওঠা রোগীদের জন্য ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিশেষ নির্দেশনা দিয়েছে। চোখ ওঠার সাত দিনের মধ্যে বিদেশ ভ্রমণ না করতে অথবা চিকিৎসকের সার্টিফিকেট সঙ্গে রাখতে বলা হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বন্দরটির নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম এই নির্দেশনা দেন।
নির্দেশনায় তিনি বলেন, বিদেশ যাওয়া বিশেষ জরুরি হলে চোখ ওঠা রোগীদের বিএমডিসি রেজিস্টার্ড চক্ষু বিশেষজ্ঞের ব্যবস্থাপত্র লাগবে। বিকল্প হিসেবে এমবিবিএস ডাক্তারের ব্যবস্থাপত্র অনুযায়ী ওষুধ সেবন করে সানগ্লাস পরে বিমানবন্দরে ঢুকতে হবে। তাহলে বন্দরের স্বাস্থ্য কর্মকর্তা রোগীকে পর্যবেক্ষণ করে ভ্রমণের অনুমতি দিতে পারেন।
সম্প্রতি ঢাকাসহ সারা দেশে কনজাংটিভাইটিস বা চোখ ওঠা রোগীর সংখ্যা বাড়তে থাকায় এ নির্দেশনা দেওয়া হয়।
চোখ ওঠা রোগে বিশেষ জটিলতা নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা। তারা বলছেন, বাজারে চলতি ওষুধেই কাজ হয়। বিশ্রাম বা ড্রপ বা ওষুধ গ্রহণ করাই যথেষ্ট। এ রোগ সারতে সাধারণত দুই সপ্তাহের বেশি স্থায়ী হয় না।
© Deshchitro 2024