ইলেকট্রনিক ডাটা ট্র‍্যাকিং সহ জনসংখ্যা ভিত্তিক জরায়ুমুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং কর্মসূচির আওতায় নীলফামারীর ডোমার উপজেলার বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে ৩০-৬০ বছর বয়সী বিবাহিত নারীদের জরায়ুমুখ ও স্তন ক্যান্সার পরীক্ষার জন্য ভায়া ক্যাম্প কার্যক্রম শুরু হয়েছে আজ।

সোমবার (১১ই সেপ্টেম্বর) সকাল থেকে উপজেলার উত্তর গোমনাতী, পূর্ব-উত্তর আমবাড়ী, দক্ষিণ চান্দখানা, নিজ ভোগডাবুড়ী ডাঙাপাড়া সহ বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে ৩০-৬০ বছর বয়সী বিবাহিত নারীদের জরায়ুমুখ ও স্তন ক্যান্সার পরীক্ষা কার্যক্রমের প্রথম দিনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বাস্তবায়নে আগত নারীদের সচেতনতা বৃদ্ধিতে স্বাস্থ্য শিক্ষা প্রদান করেন—জরায়ুমুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং কর্মসূচি প্রকল্পের জেলা সমন্বয়কারী রাজিব খান।

ভায়া টেস্ট কর্মসূচির সার্বিক মনিটরিং ও সুপারভিশন করেন—ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ), স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ আল-আমিন রহমান।

এসময় নারীদের ভায়া টেস্ট কার্যক্রমে অংশগ্রহণ করেন—বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিনিয়র স্টাফ নার্স নুর হাসনা, লিপি, জান্নাত, মিতু, ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং সুপারভাইজার রেবেকা সুলতানা, সিনিয়র স্টাফ নার্স (ইনচার্জ) আকলিমা খাতুন, শাবানা খাতুন, রোজিনা খাতুন প্রমূখ।

কার্যক্রমটি সফল করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আওতাধীন সকল স্বাস্থ্য সহকারী, কমিউনিটি হেলথ্ কেয়ার প্রোভাইডার ও মাল্টিপারপাস হেলথ্ ভলান্টিয়ারবৃন্দ সার্বিক সহযোগিতা করেন।

উল্লেখ্য, আগামী ১৫ই সেপ্টেম্বর অব্ধি পাঁচদিন ব্যাপী ৩০-৬০ বছর বয়সী বিবাহিত নারীদের জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে ভায়া ক্যাম্প অনুষ্ঠিত হবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024