কলমাকান্দায় ওয়ার্ল্ড ভিশন এর কর্মশালা অনুষ্ঠিত




ভ্রাম্যমান সংবাদদাতা


নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলায় নাজিরপুরে কর্মরত আন্তর্জাতিক উন্নয়ন ও সেবা সংস্থা ওয়ার্ল্ড ভিশন-বাংলাদেশ এর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (১১ সেপ্টেম্বর) ওয়ার্ল্ড ভিশন-বাংলাদেশ, এপি'র মিলনায়তনে নাজিরপুর এপি'র উদ্যোগে প্রসার-২ প্রকল্পের অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন এপি'র 

 ম্যানেজার পরিতোষ  রেমা। 


এতে প্রধান  অতিথি ছিলেন উপ-সহকারী জনসাস্থ্য প্রকৌশলী নজরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন কলমাকান্দা প্রেসক্লাব সেক্রেটারি সিনিয়র সাংবাদিক মোঃ ফখরুল আলম খসরু। 


অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এপির প্রোগ্রাম অফিসার মৌরশী লিমা ঘাগ্রা, টুকি চাম্বুগং,ইউপি সচিব মুজিবুর রহমান, শামছুজ্জামান বাচ্চু, ইউপি সদস্য আ: রশিদ কবির,আবুল কাশেম,প্রনালি ঘাগ্রা, বেদানা খাতুন, ফরিদা খাতুন ও লায়ন রাংসা।


 এ ছাড়াও কর্মশালায় জনস্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান ও সদস্য, ওয়াস কমিটির নেতৃবৃন্দ ও উপকার ভোগীগন উপস্থিত ছিলেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024