শ্যামনগরে ৫০তম গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সোমবার(১১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে তিনটায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় স্কুল, মাদ্রাসা, ও কারিগরি ক্রীড়া সমিতির ৫০তম গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফুটবল ফাইনাল খেলায় বালিকাদের মধ্যে নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন ও বালকদের মধ্যে বনশ্রী শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।

বালিকাদের ফুটবল খেলায় ধূমঘাট আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মধ্যে প্রতিযোগিতা হয় ও বালকদের ফুটবল খেলায় নওয়াবেঁকী মাধ্যমিক বিদ্যালয় ও বনশ্রী শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে প্রতিযোগিতা হয়।

খেলা শেষে ট্রফি বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার। উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতউল হক দোলনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত ইউএনও এবং উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আসাদুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর মোহাম্মদ তেজারত, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জি এম আকবর কবীর,নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড.মুহাঃ আব্দুল মান্নান, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখ্যার্জী প্রমুখ।

অনুষ্ঠানে কাবাডি, হ্যান্ডবল, সাঁতার প্রতিযোগিতার বালক ও বালিকাদের পুরস্কার বিতরণ করা হয়। ইতিপূর্বে বনশ্রী শিক্ষা নিকেতন, ভেটখালী এ করিম মাধ্যমিক বিদ্যালয়, নওয়াবেঁকী মাধ্যমিক বিদ্যালয় ও নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় সাবজোনে প্রতিযোগিতা শেষে উপজেলা পর্যায়ে ফাইনাল অনুষ্ঠিত হয়।

ছবি- শ্যামনগরে জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি সমিতির ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল শেষে পুরস্কার বিতরণ করছেন প্রধান অতিথি এমপি জগলুল হায়দার।



প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024