|
Date: 2023-09-11 14:56:38 |
কুমিল্লা বুড়িচং উপজেলার ভরাসার বাজার এলাকার অদূরে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের টাওয়ারের চূড়া থেকে নাসির উদ্দীন নামে এক যুবককে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস কুমিল্লার লিডার জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, সোমবার এক যুবক টাওয়ারের চূড়ায় উঠে পা দোলাতে থাকেন। এটি দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয়রা। ফায়ার সার্ভিসের লোকজন এসে দুই ঘণ্টার চেষ্টায় তাকে উদ্ধার করে। উদ্ধার হওয়া যুবকটি অপ্রকৃতিস্থ। তার নাম ছাড়া কিছুই বলতে পারছে না। তাকে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাহিদা আক্তার বলেন, এই ছেলেটা আগেও একবার টাওয়ারে উঠেছিল। ছেলেটা অপ্রকৃতিস্থ। তার বিষয়ে খোঁজ খবর নিচ্ছে।
© Deshchitro 2024