টাঙ্গাইলের মধুপুরে গলায় রশি দেওয়া ছাহেরা বেগম (৬০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে মধুপুর থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে ১০ সেপ্টেম্বর সোমবার ভোর রাতে পৌরসভার চাড়ালজানি গ্রামে। নিহতের স্বামী একই গ্রামের মফিজ উদ্দিন। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত এই নারী ডায়াবেটিস রোগে ভোগছেন। রাতে স্বামীর ঘরে ঘুমান ছাহেরা বেগম। ভোরে স্বামী মফিজ উদ্দিন স্থানীয় মসজিদে ফজরের নামাজে যান।

নামাজ শেষে বাড়িতে এসে তাকে ডাকলে কোন সাড়া না পেয়ে খোজাখুজি করতে থাকে। খোজাখুজির এক পর্যায়ে বাড়ির আরেক ঘরের জানালার গ্রিলে ঝুলে থাকতে দেখে। পরে স্থানীয়রা পুলিশ কে খবর দিলে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মধুপুর থানার ওসি মোল্লা আজিজুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অপরদিকে সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের, আতেক্কা গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে জাহাঙ্গীর হোসেন (২২) শ্বশুরবাড়ি এসে পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হয়। পরে অনেক খোজাখুজির পর তাকে নিথর দেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেন। নিহতের পারিবারিক সূত্রে জানা যায় মৃত জাহাঙ্গীর দুইদিন পূর্বে সেপ্টেম্বর শুক্রবার বিবাহ বন্ধনে আবদ্ধ হোন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024