মো:জয়নাল আবেদীন 

নীলফামারী

নীলফামারী তে পিচ্চি লিটন(৩৩) অস্ত্র সহ গ্রেফতার

নীলফামারী ডিমলা এলাকায় বেশ কিছুদিন ধরে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই এর ঘটনা ঘটে আসছে বলে জানা যায়।ঘটনা গুলো নিয়ে র‍্যাব -১৩,সিসিপি -২ নীলফামারী গোয়েন্দা তৎপরতা শুরু করে।এরই ধারাবাহিকতায় র‍্যাব-১৩,ত্রাইম প্রিভেনশন কোম্পানি - ২, নীলফামারী এর একটি আভিযানিক দল অদ্য ইং ১১/০৯/২৩ তারিখ আনুমানিক দুপুর ০২.০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে,নীলফামারী জেলার ডিমলা থানাধীন ভেন্টিয়া পাড়া গ্রামে অস্ত্র বেচাকেনার উদ্দেশ্যে কতিপয় অস্ত্র ব্যাবসায়ী অবস্থান করছে।এর পরিপ্রেক্ষিতে র‍্যাবের আভিযানিক দলটি এই এলাকায় পৌঁছালে র‍্যাবের উপস্হিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মোঃ তরিকুল ইসলাম পিচ্চি লিটন (৩৩) পিতা-মৃত আমিনুর রহমান সাং কচুকাটা থানা জেলা নীলফামারী আটক করা হয়।পরবর্তীতে এলাকার জনগণের উপস্হিতে ধৃত আসামীর দেহ তল্লাশিকালে ১টি বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলিভর্তি ১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায় যে ধৃত আসামী মোঃ তরিকুল ইসলাম পিচ্চি লিটন (৩৩) তার কাছে থাকা অস্ত্রটি ছিনতাই এবং বিভিন্ন নাশকতার কাজে ভাড়া দিত এবং নিজেও ব্যাবহার করত।আসামীর সাথে জড়িত অন্যান্য অপরাধীদের গ্রেফতারে র‍্যাবের তথ্য ও গোয়েন্দা অনুসন্ধান চলমান রয়েছে বলেছে জানিয়েছেন কমান্ডার আরাফাত ইসলাম র‍্যাব-১৩ রংপুর

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024