|
Date: 2023-09-11 21:02:39 |
কুমিল্লার চান্দিনায় এবছর ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা -২০২৩’ এ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন মাধাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বিদ্যালয়ের কাব দল ইউনিট লিডার লিটন কুমার চক্রবর্তী। এর আগে ২০২২ সালে তিনি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছিলেন।
চান্দিনা উপজেলা শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা, কর্মচারী, ব্যক্তি ও প্রতিষ্ঠান বাছাই কমিটি বিভিন্ন সূচক বিবেচনা করে উপজেলার ১শত ৩৬টি বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে তাকে শ্রেষ্ঠ কাব শিক্ষক হিসেবে ঘোষণা করেন। বাছাই কমিটির সভাপতি ও চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল গত শনিবার (৯ সেপ্টেম্বর) ওই ঘোষণা দেন। এর আগে ০৪ সেপ্টেম্বর চান্দিনা উপজেলা পর্যায়ে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এছাড়া এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান ২০১০, ২০১২, ২০১৬ এবং ২০১৮ সালে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছিলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান বলেন, সহকারী শিক্ষক ও বিদ্যালয়ের কাব দল ইউনিট লিডার লিটন কুমার চক্রবর্তী এবছর সহ দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ কাব শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি অত্যন্ত দায়িত্বশীল শিক্ষক। তিনি আরও বলেন- এবছর এবং ২০১৭, ২০১৮সাল মিলিয়ে তিন বারের মতো শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়ের স্বীকৃতি পেয়েছে মাধাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। শিক্ষকদের নিরলস প্রচেষ্টায় এই অর্জন সম্ভব হয়েছে।
© Deshchitro 2024