|
Date: 2023-09-12 04:40:14 |
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কড়া সতর্কবাণী দেওয়া সত্ত্বেও নজরুল বিশ্ববিদ্যালয়ে থামছে না র্যাগিং। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল এবং আশপাশের বিভিন্ন মেসগুলোতে রাত নামলেই শুরু হয় ম্যানার শিখানোর নামে নবীন শিক্ষার্থীদের ওপর মানসিক নির্যাতন। গভীর রাত পর্যন্ত, কখনও কখনও রাতভর চলে এ র্যাগিং।
গত সোমবার (১১ সেপ্টেম্বর) র্যাগিং এর প্রতিকার চেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের নবীন একজন ভুক্তভোগী শিক্ষার্থীর অভিভাবক এবং বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী।
ভুক্তভোগী শিক্ষার্থীর অভিভাবকের লিখিত অভিযোগে বলেন, ওরিয়েন্টেশন ক্লাসের পর থেকেই নবীন শিক্ষার্থীদেরকে নিয়মিত র্যাগিং করে আসছে কয়েকজন সিনিয়র শিক্ষার্থী। প্রতিদিন রাতে ৩ থেকে ৪ ঘন্টা আটকে রেখে র্যাগিং করা হচ্ছে। এমনি অসুস্থ থাকা শিক্ষার্থীকে নানারকম হুমকি দিয়ে মুখবন্ধ রাখারও চেষ্টা করেছে। অভিযোগ পত্রে বিশ্ববিদ্যালয়ের ১৬তম আবর্তন এর পরিসংখ্যান বিভাগের (২০২১-২২) শিক্ষাবর্ষের শিক্ষার্থী লিটন এর নাম উল্লেখ করে বলা হয়েছে সে বিভাগের অন্যান্য নবীন শিক্ষার্থীদেরকেও একই কায়দায় র্যাগিং ও মানসিক টর্চার করে যাচ্ছে।
এ বিষয়ে পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান জানান, আমরা ২ টা ব্যাচের স্টুডেন্টসদের সাথে কথা বলছি। দ্রুতই এর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জি বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি, সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় প্রধানের সাথে কথা বলেছি, বিভাগীয় পর্যায়ে করনীয় বিষয় তারা করবেন আর আমরা ( প্রক্টরিয়াল বডি) আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব।
উল্লেখ্য যে, এই ঘটনা নিয়ে আলোচনা সমালোচনার মধ্যেই র্যাগিং এর বিরুদ্ধে শিক্ষার্থীদেরকে সতর্ক করে একটি জরুরি নোটিশ প্রকাশ করেছে পরিসংখ্যান বিভাগ।
© Deshchitro 2024