|
Date: 2023-09-12 06:51:40 |
মাদারগঞ্জে জোনাইল বাজারে পরিত্যক্ত সাপ্লাইয়ের পানির পাইপে ঘটতে পারে দূর্ঘটনা৷ জোনাইল বাজারে পাবলিক টয়লেটের সামনে বরিং করা হয়েছে এই পাইপটি৷ পাইপটির মুখে ঢাকনা ছিলো কিন্তু বর্তমানে ঢাকনা নেই কে বা কাহারা ঢাকনাটি চুরি করেছে জানেন না কেও৷ জোনাইল পুঁজাঘাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি শিক্ষার্থীরা এই পাইপের আশেপাশে দিয়ে স্কুলে যাতায়ত করে৷ স্কুলে যাতায়াতের সময় অনেক শিক্ষার্থীকে এই পরিত্যক্ত পাইপে উঁকি দিতে দেখা গেছে৷ পার্শ্ববর্তী মুদি দোকান্দার গোলাম রব্বানী জানান,ছোট ছোট ছেলে মেয়ে অতি আনন্দিত হয়ে পাইপের ভেতরে উঁকি দেয় এতে করে যে কোনো সময়েবড় কোনো ধরনের দূর্ঘটনা ঘটতে পারে এজন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি৷
© Deshchitro 2024