পাত্র খুঁজছেন টালিউড অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জী। সায়ন্তিকা ২০১২ সালে ‘আওয়ারা’ সিনেমায় নায়ক জিৎয়ের বিপরীতে অভিনয় করে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। এরপর একাধিক জনপ্রিয় সিনেমায় দেখা গেছে তাকে। 


সায়ন্তিকা অভিনয়ের বাইরে তার নাচের জন্যও ধীরে ধীরে জনপ্রিয়তা পেতে থাকেন। আর অভিনয়ের পাশাপাশি শারীরিক চর্চায়ও বেশ সক্রিয় ছিলেন তিনি। সম্প্রতি বাংলাদেশের দুইটি সিনেমার প্রস্তাব গ্রহণ করেছেন সায়ন্তিকা। সেই সূত্রে বাংলাদেশে মাঝেমধ্যেই যাওয়া-আসা চলছে তার। 


বাংলাদেশের এক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিয়ের বিষয়ে কথা সায়ন্তিকা, তিনি বলেন ভালো পাত্র পেলেই বিয়ে করব। তবে বিয়ের আগে তো পাত্র প্রয়োজন। তাই মায়ের নম্বর সবাইকে দিয়ে দেবেন, যে ইচ্ছুক সে যোগাযোগ করতে পারেন।


অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জী জানান, বর্তমানে বাংলাদেশের দুই সিনেমার চরিত্র নিয়ে ব্যস্ত তিনি।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024