|
Date: 2023-09-12 12:00:48 |
ঈশ্বরগঞ্জে বাংলাদেশ স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষার গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফুটবল খেলার ফাইনাল ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. হাফিজা জেসমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন, বজলুর রহমান, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল হাদী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, একাডেমিক সুপারভাইজার আবু হানিফা মো. আসাদুজ্জামান, যুবলীগের সাধারণ সধারণ সম্পাদক জুনায়েদুল ইসলাম ভূইয়া সুমন প্রমুখ।
ফুটবল খেলায় ছেলেদের বিভাগে চরনিখলা উচ্চ বিদ্যালয় ট্রাইবেকারে ৪-২ গোলে সোহাগী ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও মেয়েদের বিভাগে চরনিখলা উচ্চ বিদ্যালয় ৪-০ গোলে সোহাগী ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে।
© Deshchitro 2024