|
Date: 2022-09-28 09:14:54 |
মানসম্মত ও যুগোপযোগি শিক্ষা প্রদানের অঙ্গিকার নিয়ে প্রতিষ্ঠিত শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ ও দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। শ্রীমঙ্গল পৌরসভার ২ নং ওয়ার্ডের কালিঘাট রোডে অবস্থিত শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল ক্যাম্পাসে বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও দৈনিক দেশ বাংলার সিলেট বিভাগীয় প্রধান ইসমাইল মাহমুদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল এহসান বিন মুজাহির। স্কুলের ভাইস প্রিন্সিপাল আশিকুর রহমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার ১, ২ ও ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর তানিয়া আক্তার।
অনুষ্ঠানে প্রধান অতিথি সাংবাদিক শিক্ষানুরাগী ইসমাইল মাহমুদ বলেন, শিক্ষার মানোন্নয়নে স্কুল পরিচালনা পরিষদ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে কাজ করতে হবে। শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের যেমন দায়িত্ব রয়েছে তেমনি অভিভাবকদেরও দায়িত্ব রয়েছে। তাই অভিভাবকদের নিজ সন্তানদের প্রতিভা অন্বেষণে নিবিড় পর্যবেক্ষণ বৃদ্ধির প্রতি অভিভাবদের প্রতি আহবান জানান।
শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল এর প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল মো. এহসানুল হক বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়নে অভিভাবকদের আরো সচেতন এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নিয়মিত সস্তানদের স্কুলে পাঠাতে হবে। হোম ওয়ার্ক ও ক্লাস ওয়ার্কের প্রতি তদারকি বাড়ানোর অনুরোধের পাশাপাশি অভিভাবকদের বিদ্যালয়ের প্রতি আন্তরিক ভূমিকা রাখার অনুরোধ জানান তিনি। অভিভাবকদের মাঝে বক্তব্য রাখেন বিজিবি মো. শামিম হোসেন, বিজিবি শাহাদত হোসেন, লিপি আক্তার, সাহেলা আক্তার কেয়া, তাসলিমা বেগম, রোকসানা বেগম প্রমুখ।
সমাবেশে অভিভাবকরা শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়নে বিভিন্ন পরামর্শ প্রদান করেন। অভিভাবক সমাবেশ শেষে শিক্ষার্থীদের হাতে দ্বিতীয় সেমিস্টার ও অর্ধ বার্ষিক পরীক্ষার ফলাফল কার্ড তুলে দেন অতিথিবৃন্দ। স্কুলের সহকারী শিক্ষকদের মাঝে উপস্থিত ছিলেন হাবিবুর রহমান, মাহতাব আলম তানভীর, আফসার মিয়া, জয়া রবি দাস, ফেরদৌসি করিম, মাহমুদা আক্তার ও নিপা আক্তার। ফলাফল প্রকাশ অনুষ্ঠানে শতাধিক ছাত্র-ছাত্রীসহ বিপুল সংখ্যাক অভিভাবকদের উপস্থিতি ছিল।
প্রসঙ্গত, শিক্ষার্থীদের সার্বিক মানোন্নয়নের উদ্দেশ্যে বিশেষ করে পরীক্ষার্থী, অপেক্ষাকৃত দুর্বল, অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য গৃহিত পদক্ষেপ সমন্বয় ও বাস্তবায়নের সুবিধার্থে অভিভাবকবৃন্দকে নিয়ে স্কুলে নিয়মিত সমাবেশ অনুষ্ঠিত হয়।
© Deshchitro 2024