নীলফামারীর ডোমারে রুটিন ইমিউনাইজেশন, তীব্র ফ্ল্যাসিড প্যারালাইসিস (এইপি), ভ্যাকসিন প্রতিরোধযোগ্য রোগ (ভিপিডিএস), এইএফআই নজরদারি সম্পর্কিত মা ও শিশুদের টিকাদান এবং পরবর্তী ফলোআপ কার্যক্রম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ।
মঙ্গলবার (১২ই সেপ্টেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) বাস্তবায়নে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন—নীলফামারী জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ হাসিবুর রহমান।
এসময় আরও বক্তব্য রাখেন—বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) নীলফামারী জেলার এসআইএমও ডাঃ খাদিজা আজমেদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডাঃ মোঃ কামরুল হাসান নোবেল, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) ও স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আল-আমিন রহমান প্রমূখ।
সভায় মা ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষা সহ রোগ প্রতিরোধে আন্তরিকতার সাথে স্বাস্থ্য সহকারীবৃন্দকে দায়িত্ব পালনের আহ্বান জানান বক্তারা।