রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় মঙ্গলবার(১২ সেপ্টেম্বর) বিকালে সুন্দরবন কোষ্টাল নেটওয়ার্কের এক সভা কাশিমাড়ী ইউপির শংকরকাটি প্রচেষ্টা মহিলা সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় ১৫টি সংগঠন প্রধান বা তাদের প্রতিনিধিদের উপস্থিতিতে সভায় নেটওয়ার্কের বিভিন্ন কার্যক্রম সহ সংগঠনের কার্যক্রম নিয়ে আলোচনা করেন শিক্ষক রনজিৎ বর্মন, মরমীর মহিলা সংগঠনের সভাপতি প্রতিমা মিস্ত্রী, জয়িতা মহিলা সংগঠনের সভাপতি অষ্টমী মালো, সেবা সংগঠনের সভাপতি শেখ সিরাজুল ইসলাম, সিডিও ইয়ুথ টিমের কর্মকর্তা হাফিজুর রহমান, প্রগতির কর্মকর্তা বেল্লাল হোসেন, এনসিটিএফের সভাপতি স্বাধীন , নকশীকাঁথার প্রতিনিধি তাসলিমা খাতুন প্রমুখ।
পরিত্রানের প্রজেক্ট অফিসার নয়ন কুমার গাইনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন শংকরকাটি প্রচেষ্টা মহিলা সংগঠনের সভাপতি সুফিয়া খাতুন।