|
Date: 2023-09-12 14:48:01 |
কলমাকান্দায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
মোঃ ফরমান উল্লাহ, ভ্রাম্যমান সংবাদদাতা
নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলায় গ্রীষ্মকাকীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ১২ সেপ্টেম্বর) জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা সমিতির গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল খেলা উপজেলার বরদল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় বরুয়াকোনা সাধুফ্রেডারিক উচ্চ বিদ্যালয় এবং লেঙ্গুরা উচ্চ বিদ্যালয় অংশ গ্রহণ করে। বরুয়াকোনা সাধুফ্রেডারিক উচ্চ বিদ্যালয় ৩-০ গোলে লেঙ্গুরা উচ্চ বিদ্যালয়কে হারায়।
ফুটবল খেলা ছাড়াও হ্যান্ডবল, কাবাডি, সাঁতার ও দাবা খেলা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলমাকান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার, উপজেলা নির্বাহি অফিসার আসাদুজ্জামান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রেজাউল করিম, ভেটেনারী সার্জন আনোয়ার পারভেজ, একাডেমিক সুপার ভাইজার তরিকুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার মোজাম্মেল হক, ইউআরসি ভবতোষ পাল, কলমাকান্দা প্রেসক্লাব সম্পাদক সিনিয়র সাংবাদিক মোঃ ফখরুল আলম খসরু, কলমাকান্দা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচএম ইলিয়াস, আব্দুল লতিফ, মোঃ আব্দুল হালিম, মোশারফ হোসেন প্রমুখ।
© Deshchitro 2024