|
Date: 2023-09-13 04:32:43 |
ময়মনসিংহের নান্দাইলে জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনিক হলরমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার অরুন কৃষ্ণ পালেন সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সারোয়ার হাসান জিটু,মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল প্রমুখ।
এ সময় বক্তব্য রাখেন কৃষি অফিসার মোহাম্মদ আনিসুজ্জামান, যুব উন্নয়ন অফিসার ফয়েজ উদ্দিন, উপজেলা প্রকৌশলী শাহবো রহমান সজীব,নির্বাচন অফিসার মোঃ ফখরুজ্জামান, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, লেখক সাইদুর রহমান, জাসদ নেতা এ হান্নান আল আজাদ, সাংবাদিক আবু হানিফ সরকার প্রমুখ।
জাতীয় স্থানীয় সরকার দিবস" উদযাপন উপলক্ষে আগামী(১৭-১৯) সেপ্টেম্বর তিন দিনব্যাপী উন্নয়ন মেলা,প্রদর্শনী,র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হবে।
© Deshchitro 2024