|
Date: 2023-09-13 07:28:00 |
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদকে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে। গত ১২ সেপ্টেম্বর ২০২৩ মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত পত্রে এ পদায়ন বিষয়ে নিশ্চিত করা হয়েছে। ইউএনও ফারুক আল মাসুদকে নীলফামারী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে। ঝিনাইগাতীতে ইউএনও হিসেবে যোগদানের পর থেকে ইউএনও ফারুক আল মাসুদ নিজের দক্ষতা ও দূরদর্শিতা দিয়ে একের পর এক ভালো কাজ করেছেন। এতে ঝিনাইগাতীবাসীর কাছে আলোচিত হয়ে তিনি ব্যাপক প্রশংসা কুঁড়িয়েছেন।
© Deshchitro 2024