বগুড়ার সারিয়াকান্দিতে চোরাই মোটর সাইকেল কেনাবেচা চক্রের আসামী গ্রেফতার করেছে সারিয়াকান্দি থানা পুলিশ।


২৮ সেপ্টেম্বর, ২০২২ (বুধবার) সারিয়াকান্দি উপজেলার বোহাইল ইউনিয়নের ধারাবর্ষা এলাকায় রাত্রী ০২.০৫ ঘটিকা হইতে ০৩.৩০ ঘটিকা পর্যন্ত সারিয়াকান্দি থানার অফিসার ফোর্সের এক চৌকস টিমের অভিযানে চোরাই মোটর সাইকেল কেনাবেচা চক্রের সাথে জড়িত আসামী মোঃ রবিউল আকন্দ (৩০), পিতা-মোঃ জিন্নাহ আকন্দ, সাং-ধারাবর্ষা, থানা-সারিয়াকান্দি, জেলা-বগুড়াকে গ্রেফতার করা হয়। একইসাথে  ডিসকভার ১২৫ সিসি ০২টি মোটর সাইকেল ও ডিসকভার ১৩৫ সিসি ০২টি মোটর সাইকেল মোট ০৪টি মোটর সাইকেল উদ্ধার করা হয়।


এ বিষয়ে সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী বলেন, মামলার মাধ্যমে আসামীকে জেল হাজতে পাঠানো হয়েছে। পরবর্তীতে এমন কোনো তথ্য পাওয়া গেলে অভিযান অব্যাহত থাকবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024