কলমাকান্দায় ওয়ার্ল্ড ভিশন এর পরিবেশ বান্ধব গ্রাম উদ্ভেধন


মোঃ ফরমান উল্লাহ, ভ্রাম্যমান সংবাদদাতা



নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের নলচাপরা গ্রাম কে পরিবেশ বান্ধব গ্রাম ঘোষণা করা হয়েছে।


বুধবার (১৩ সেপ্টেম্বর) উপজেলার নাজিরপুরে কর্মরম আন্তর্জাতিক উন্নয়ন ও সেবা সংস্থা ওয়ার্ল্ড- ভিশন বাংলাদেশ, এপি'র উদ্যোগে আনুষ্ঠানিক ভাবে বিশেষ আলোচনা সভার মাধ্যমে এ ঘোষণা করা হয়।


নলচাপরা গ্রামে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন-বাংলাদেশ, নাজিরপুর এপি ম্যানেজার পরিতোষ রেমা। এতে প্রধান অতিথি ছিলেন নাজিরপুর ইউপি প্যানেল চেয়ারম্যান নুরে আলম, বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার মেহেদী হাসান তরফদার ও কলমাকান্দা প্রেসক্লাব সম্পাদক সিনিয়র সাংবাদিক মোঃ ফখরুল আলম খসরু।


অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, অন্তর রেমা, গ্রিবসন, নাসিমা খাতুন, নুরুল ইসলাম।

ওয়ার্ল্ড ভিশন-বাংলাদেশ, নাজিরপুর এপি'র সার্বিক তত্ত্বাবধানে এপি'র কর্ম এলাকায় একই সঙ্গে ছয়টি গ্রাম কে পরিবেশ বান্ধব গ্রাম ঘোষনা করা হলো।


এ ছাড়া সভায় গ্রামবাসি পুরুষ ও মহিলা উপস্থিত ছিলেন।  সভা পরিচালনা করেন প্রোগ্রাম অফিসার সুরেশ রায় ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024