|
Date: 2023-09-13 14:18:54 |
শেরপুর জেলার ঝিনাইগাতী সীমান্তের নওকুচি এলাকা থেকে চোরাইপথে আনা প্রায় সাড়ে ৩ লক্ষ টাকার ভারতীয় পণ্য উদ্ধার করেছে থানা পুলিশ। ১২ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে এসব পণ্য উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভুইয়া’র নির্দেশে এসআই হাবিবুব রহমান হাবিবের নেতৃত্বে একদল সঙ্গীয় পুলিশ অভিযান চালিয়ে কাংশা ইউনিয়নের নওকুচি এলাকার জৈনক সুফিয়ানের বাড়ী থেকে এসব মালামাল উদ্ধার করে। উদ্ধারকৃত মালামালের মধ্যে ১১বস্তা ভারতীয় বিস্কুট, চকলেট ও চালের গুড়া। এসব মালামালের বর্তমান বাজার মূল্যে প্রায় সাড়ে ৩ লক্ষ টাকা। ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভুইয়া সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় নিয়মিত মামলা দায়েরসহ পলাতক আসামী গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।
© Deshchitro 2024