শেরপুরের ঝিনাইগাতীতে যথাযথ মর্যাদায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে ২৮ সেপ্টেম্বর বুধবার বিকেলে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে আলোচনা সভা, দোয়া ও কেক কাটার আয়োজন করা হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মশিউর রহমানের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সজিবের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক আমিরুজ্জামান লেবু, উপজেলা আওয়ামী লীগের সদ্য বিলুপ্ত কমিটির সহ সভাপতি জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এম এ হাকিম, উপজেলা ছাত্রলীগের সবেক সভাপতি শামছুল আরেফিন, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি নাইম রাহাদ পাপ্পু প্রমুখ। বক্তব্য শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন উপলক্ষে কেক ও মিষ্টি বিতরণ করা হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024