|
Date: 2023-09-14 03:44:23 |
ঝিনাইদাহ শৈলকুপায় বিভিন্ন ইউনিয়ন আওআমী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের সাথে দাদ্বশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়!
বুধবার বিকাল পাঁচটায় কবিরপুর এলাকায় অনুষ্ঠিত এ মত বিনিময় সভায় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিশ্বাস বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব নজরুল ইসলাম দুলালকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মাঝি হিসাবে দেখতে চান বলে জোর দাবি জানান।
বক্তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দুলাল বিশ্বাস কে নৌকা প্রতীক প্রদানের জন্য দাবি করেন।
এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সরোয়ার জাহান বাদশা, সাবেক উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মনোহরপুর ইউপির সাবেক চেয়ারম্যান মোস্তফা আরিফ রেজা মন্নু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এ্যাড, আজাদ রহমান, নিত্যানন্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফারুক হোসেন,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সারুটিয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জুলফিকার কাইসার টিপু, ত্রিবেনী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল ইসলাম খান, মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম টুলু, আবাইপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হেলাল উদ্দিন বিশ্বাস, কাচেরকোল ইউনিয়নের আওয়ামী লীগের নেতা বাবলু জোয়ার্দার,ধরহলাচন্দ্র ইউনিয়ের আওয়ামী লীগের নেতা চাঁদ আলী মন্ডল ,১০ নং বগুড়া ইউনিয়নের যুগ্ন সাধারন সম্পাদক মোং মোকাব্বির হোসেন মুকা প্রমূখ।
মতবিনিময় সভা শেষে বঙ্গবন্ধু তনয়া শেখ রেহানার জন্মদিন উপলক্ষে কেক কেটে মিষ্টি বিতরণ করা হয়।
© Deshchitro 2024