এসো বই পড়ি, জীবন গড়ি প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের প্রথম জয়পুরহাটে দু'দিনব্যাপী জাতীয় শিক্ষার্থী পারিবারিক পাঠাগার উৎসবের উদ্বোধন করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর ড. আতিউর রহমান। 

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ জয়পুরহাট জেলা শাখার আয়োজনে শৈশব কৈশোর কাল থেকে বই পড়ার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে পারিবারিক পাঠাগার গঠন উপলক্ষে জয়পুরহাট শহীদ ডা. আবুল কাশেম ময়দানে বৃহস্পতিবার ও শুক্রবার দু'দিনব্যাপী এ উৎসব উদযাপন করা হবে। 

এ সময় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ জয়পুরহাট জেলা শাখার আহবায়ক আমিনুল হক বাবুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, জয়পুরহাট জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক জাফর ইকবাল, বাংলাদেশ লাইব্রেরী আন্দোলনের সভাপতি কাশেম মাসুদ ও সম্পাদক আফজাল রহমানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।  

উৎসবে অংশ গ্রহনকারী জয়পুরহাটসহ দেশের বিভিন্ন জেলার উপস্থিত শিক্ষার্থীদের সাহিত্য, আত্মজীবনী, ৭১ এর মুক্তিযুদ্ধের ইতিহাস, দর্শন, সমাজ বিজ্ঞান সহ বিভিন্ন বিষয়ের বই, ফুল ও ফলের চারা পাঠাগার ও শিক্ষার্থীর নামের একটি করে রাবার স্টাম্প প্রদান করা হয়।

উল্লেখ্য শৈশব-কৈশোর কাল থেকে বই পড়ার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে পর্যায়ক্রমে এক হাজার ছাত্রছাত্রীর বাড়িতে পাঠাগার গঠন অভিযানের শুভসূচনা করা হয় এ উৎসবের মাধ্যমে। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024