যশোরের অভয়নগরে গোপন সংবাদের ভিত্তিতে (১৫ সেপ্টেম্বর) শুক্রবার দুপুর ১২.৩০ মিনিট থেকে নওয়াপাড়া পৌরসভার ৬ নং ওয়ার্ডের প্রফেসর পাড়ায় বাল্যবিবাহ নিরোধে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব কে এম আবু নওশাদ কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধির অভিযোগ, স্থানীয় কাউন্সিলর ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অভিযুক্তদের স্বীকারোক্তির ভিত্তিতে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ মোতাবেক তিন জনকে ০৬ (ছয়) মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে যশোর কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে। 

বাল্যবিবাহ সম্পাদনকারী হৃদয় শেখ(২৪), বাল্যবিবাহের শিকার অপ্রাপ্তবয়স্ক এতিমশিশু জিনিয়া খাতুন এর নানী রোজিনা(৪৫) এবং ঘটক হিসেবে এ অপরাধ বাস্তবায়নে কাজ করা সেলিনা (৪৫) কে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

এছাড়াও ১৩ বছরের শিশু জিনিয়া এর পড়াশোনার দায়িত্ব গ্রহণ করেন স্থানীয় কাউন্সিলর। ভুক্তভোগী শিশুটির যেন কোন সমস্যা না হয় এজন্য তার আত্মীয় এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ কে দায়িত্ব দেয়া হয় বলে জানানো হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024