নড়াইলের লোহাগড়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। 

আজ শুক্রবার বিকেলে মধুমতি যুব সংঘের আয়োজনে করফা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ব্যাপক উৎসহ উদ্দিপনার মধ্যদিয়ে আনন্দ মুখর পরিবেশে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এ খেলার উদ্ধোধন করেন প্রধান অতিথি উপজেলার ৯নং  মল্লিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহিদুর রহমান শহিদ।

এ ফাইনাল খেলায় যোগিয়া শহীদ ইদ্রিস ফুটবল একাদশ বনাম লাহুড়িয়া ফুটবল একাদশ অংশ গ্রহন করেন। 

 যোগিয়া শহীদ ইদ্রিস ফুটবল একাদশ ২-০ গোলে লাহুড়িয়া ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেন।

খেলা শেষে মধুমতি যুব সংঘের সভাপতি সরদার আব্দুল্লাহ আল ফারুকের (লেবু) সভাপতিত্বে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন  অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলার ৯ নং মল্লিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহিদুর রহমান শহিদ।

এসময় নড়াইল জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সামসুল আলম কচি, ৯ নং মল্লিকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল, ইউপি সদস্য মোঃ এমদাদুল হক মল্লিক, ফকির নুরুজ্জামান, বিশিষ্ঠ সমাজসেবক মোঃ আহাদ মোল্যা, সৈয়দ নুরুল আলম কাঠি, মোঃ আহাদ শেখ, মোঃ রুহুল আমিনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024