|
Date: 2023-09-16 03:28:13 |
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মহিষকাটা বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক অনুদান প্রদান করেছেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকালে আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী নিজ হাতে ক্ষতিগ্রস্তদের হাতে এই নগদ অর্থ তুলে দেন। এর আগে ওখানে পৌঁছামাত্র স্থানীয় বিএনপির শত শত নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
এছাড়াও একইদিন আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী মির্জাগঞ্জ হযরত ইয়ার উদ্দিন খলিফা ছাহেব (র.) এর মাজার জিয়ারত ও দরবার শরীফ মসজিদে আসরের নামাজ আদায় শেষে বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেন।
উল্লেখ্য, গত শুক্রবার ( ৮ সেপ্টেম্বর) রাতে মহিষকাটা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ভস্মীভূত ও দুইটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়।
© Deshchitro 2024