|
Date: 2023-09-16 04:25:09 |
পটুয়াখালীর মির্জাগঞ্জে ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় মনোয়ারা বেগম (৬২) নামের এক বৃদ্ধার মৃত্যুর খবর পাওয়া গেছে।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে উপজেলা সদর সুবিদখালী তিন রাস্তার মোড় এলাকায় বরগুনা-বাকেরগঞ্জ মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত বৃদ্ধা উপজেলার উত্তর সুবিদখালী গ্রামের মৃত মোনছের আলী হাওলাদারের স্ত্রী। তিনি দুই ছেলে ও এক মেয়ের জননী ছিলেন।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, মনোয়ারা বেগম সড়কের পাশ দিয়ে হেটে যাচ্ছিলেন। এসময় একটি ব্যাটারিচালিত ইজিবাইক বেপরোয়া গতিতে এসে তাকে পিছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। এতে সে সড়কের উপর ছিটকে পরে মাথায় প্রচন্ড আঘাত পেয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে পথিমধ্যে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে মির্জাগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির বলেন, এ ঘটনায় থানায় সড়ক পরিবহন নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
© Deshchitro 2024