সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় শনিবার সকাল ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ শ্যামনগর উপজেলা শাখার আহবায়ক কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
আহবায়ক কমিটির আহবায়ক বাংলাদেশ কৃষি ব্যাংক দেবহাটা শাখার ম্যানেজার বিষ্ণু পদ মন্ডলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল। প্রধান অতিথি বক্তব্যে ইউনিয়ন কমিটি গঠন, উপজেলা সম্মেলন সম্পন্ন করা, ঢাকা সম্মেলনে অংশ গ্রহণ সহ সাংগাঠনিক কার্যক্রম বৃদ্ধির বিষয়ে অবহিত করেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বিধু¯্রব্য মন্ডল, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ শ্যামনগর উপজেলা শাখার সভাপতি রবীন্দ্র নাথ বিশ^াস, সহ-সভাপতি নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখ্যার্জী, সাবেক চেয়ারম্যান ভবতোষ মন্ডল, কমিটির সদস্য সচিব কিরণ শংকর চ্যাটার্জী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দেবী রঞ্জন মন্ডল, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রাম রঞ্জন বিশ^াস, ইউপি সদস্য উৎপল জোয়ারদ্দার, স্বপন বৈদ্য, মহাদেব মন্ডল, সাবেক ইউপি সদস্য বীরেন্দ্র নাথ বিশ^াস। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সুকুমার বিশ^াস, উমেশ রায়, শংকর তরফদার, তপন মন্ডল সহ প্রত্যেকটি ইউনিয়ন কমিটির প্রতিনিধিবৃন্দ।
উল্লেখ্য যে, সভা শুরুর পূর্বে হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মের ব্যক্তি বর্গ নিজ নিজ ধর্ম গ্রন্থ থেকে পাঠ করেন। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক সনজিৎ দাশ।