স্বেচ্ছাসেবী, সামাজিক, শিক্ষা, সেবা, মানবতা, জলবায়ু পরিবর্তন, খেলাধুলা ও সাংস্কৃতিক সংগঠন ‘সবার পাঠশালা’ এর আয়োজনে প্রথমবারের মতো শুরু হয়েছে ‘সবার পাঠশালা মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০২৩’।
শুক্রবার (১৫ই সেপ্টেম্বর) থেকে সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, একক অভিনয়, উপস্থিত বক্তৃতা সহ ৮টি বিষয়ে দুই বিভাগে যেকেউ অংশগ্রহণ করতে পারবেন এই প্রতিযোগিতায়। যার শেষ সময় আগামী ১০ই অক্টোবর পর্যন্ত।
অনার্স প্রথম বর্ষ থেকে শেষ বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীরা সিনিয়র বিভাগ ও প্রথম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা জুনিয়র বিভাগ হিসেবে বিবেচিত হবেন বলে জানান সংগঠনের সমন্বয়করা।