•• ঘুড়ি ••

ইমরান খান রাজ 


আকাশ নীল সাগর নীল 

নীল মনের-ই ঘুড়ি 

প্রকৃতির রুপে নিজেকে সাজিয়ে 

বাতাসের সাথে উড়ি। 


শাপলা সাদা মেঘ সাদা 

সাদা চোখের জল 

পাহাড় চূড়ায় উঠতে গিয়ে 

হারিয়ে গেল বল। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024