লালমনিরহাটে জাতীয় পার্টির সম্মেলন কাভার করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন সিনিয়র সাংবাদিক ইউনুস আলী। শনিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় মোটরসাইকেলে হাতিবান্ধায় নিজ বাড়িতে ফেরার পথে আদিতমারী উপজেলার সাপ্টীবাড়ী পল্লি বিদ্যুৎ অফিসের সামনে ওই দুর্ঘটনা ঘটে।

নিহত ইউনুস আলী সময়ের কণ্ঠস্বর লালমনির হাট প্রতিনিধি ও লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি ছিলেন। এছাড়াও তিনি জাতীয় দৈনিক স্বদেশ প্রতিদিন পত্রিকার লালমনিরহাট প্রতিনিধিও ছিলেন। 

জানা গেছে, জাতীয় পার্টির সম্মেলন কাভার করে শনিবার সন্ধ্যায় মোটরসাইকেলে হাতিবান্ধা নিজ বাড়িতে ফেরার পথে আদিতমারী উপজেলার সাপ্টীবাড়ী পল্লি বিদ্যুৎ অফিসের সামনে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার অকাল মৃত্যুতে লালমনিরহাটের সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024