এসএসসি ০৩ ও এইচএসসি ০৫ ব্যাচের  বন্ধু  আরিফুল ইসলাম লোটাস এর জন্মদিন আজ।


 তার জন্মদিনে ডাঃ আসফাক হোসেন সুইট ও ডাঃ সিফাত ই রাব্বী লাল গোলাপ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।           


ডাঃ আসফাক হোসেন সুইট বলেন,বন্ধু তোমার সারাজীবন খুব  সুখময় হোক ,তোমার সর্বাত্নক মঙ্গল কামনা করি শুভ জন্মদিন।


  উল্লেখ্য যে,আরিফুল ইসলাম লোটাস   এর আজ ৩৬ তম জন্মদিন। এছাড়াও আরও শুভেচ্ছা জানিয়েছেন,বন্ধু মোঃ আকবর হোসেন, অর্থ সম্পাদক রাজশাহী জেলা হিউম্যান হলার মালিক সমিতি,দিলারা জেসমিন প্রভাষক  ,মোঃ মুনজুর রহমান প্রভাষক রাজশাহী ক্যাডেট কলেজ , মোঃ কিশোয়ার, উপজেলা কৃষি কর্মকর্তা নাটোর নলডাঙ্গা, ডাঃ সিফাত রাব্বি,বিলাস  সহকারী পরিচালক বাংলাদেশ ব্যাংক, মোছাঃ মঞ্জু আরা মুন্মি সহকারী শিক্ষক,রিকতা রহমান(সাবরিন), আরিফ হোসেন বিশিষ্ট ব্যবসায়ী, মোঃ মিজানুর রহমান রনি, বাংলাদেশ রেলওয়ে, মোঃ হাবিবুর রহমান বিশিষ্ট ব্যবসায়ী, রোকন, টুটুল, প্রমুখ ব্যাক্তিবর্গ।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024