|
Date: 2023-09-17 11:55:37 |
‘সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার’- এই স্লোগানকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় প্রথমবারের মতো জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে। ১৭ সেপ্টেম্বর রবিবার উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষ্যে একটি র্যালি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম, উপজেলা প্রকৌশলী শুভ বসাক, পিআইও আব্দুল মান্নানসহ ইউপি চেয়ারম্যান ও উপজেলা পরিষদের অন্যান্য কর্মকর্তাগণ। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বরে ৩ দিনব্যাপী জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা-২০২৩ এর আয়োজন করা হয়েছে। মেলায় অংশ নেন এলজিইডি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড, উপজেলা সমবায় অফিস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, উপজেলা শিক্ষা অফিস, ও সকল ইউডিসি।
© Deshchitro 2024