জামালপুরে বাবার মৃত্যুর মাত্র একঘণ্টার ব্যবধানে হার্টঅ্যাটাকে ছেলেরও মৃত্যু হয়েছে। আজ রবিবার (১৭ সেপ্টেম্বর) সকালে জামালপুর সদরের ঘোড়াধাপ ইউনিয়নে জোঁকা ব্যাপারিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।মৃতরা হলেন—জোঁকা ব্যাপারিপাড়া এলাকার আহাদ আলী ব্যাপারী (৬৫) ও তাঁর ছেলে মন্টু ব্যাপারি (৩৫)।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, ফজরের নামাজ পড়ার পর আহাদ আলী ব্যাপারি হার্টঅ্যাটাকে আক্রান্ত হন। এসময় ছেলে মন্টু ব্যাপারি তাঁর বাবাকে হাসপাতালে নিতে সিএনজিচালিত অটোরিকশা খুঁজে আনেন। অটোরিকশা নিয়ে বাড়ি ফিরে মন্টু ব্যাপারি বাথরুমে প্রস্রাব করতে যান এবং সেখানে তিনিও হার্টঅ্যাটাকে আক্রান্ত হন।

এদিকে পরিবারের লোকজন কিছুক্ষণ পর দেখতে পান যে, বাবা-ছেলে উভয়েই মৃত অবস্থায় পড়ে আছেন। ঘোড়াধাপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, একসাথে বাবা ও ছেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জোহরের নামাজের পর বাবা ও ছেলের একসাথে জানাজা অনুষ্ঠিত হয় বলেও তিনি জানান।



প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024