|
Date: 2023-09-17 21:18:38 |
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) কুমিল্লা-চাঁদপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন ময়নামতি ছাত্রকল্যাণ সমিতির আগামী এক (০১) বছরের জন্য নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত করা হয় নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো: রকিবুল ইসলাম সাব্বির-কে এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে আইসিই বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো: ওমর ফারুক-কে।
১৬ ই সেপ্টেম্বর ২০২৩ইং তারিখে (শনিবার) উপদেষ্টা মন্ডলীর সদস্য ইংলিশ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: মোকারক হোসেন লাতিফী এবং সাবেক সভাপতি বিল্লাল হোসেন ও সাধারণ সম্পাদক নাজমুল আল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি প্রকাশ করা।
নতুন কমিটিতে সহ- সভাপতি হয়েছেন, তানজিম হাসান মাহি, কিয়াস আল ফয়সাল, সরোয়ার হোসেন সিয়াম, আফরিমা মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক, সীমান্ত ফয়সাল, রবিউল হাসান রুবেল, শামীম হোসেন, শাহাদাত হোসেন। সাংগঠনিক সম্পাদক হয়েছেন, প্রান্তিক সরকার, তৌফিক আহম্মেদ রায়হান, জিলানি।
নব গঠিত কমিটির সভাপতি রাকিবুল ইসলাম সাব্বির বলেন, পাবিপ্রবিতে আমরা যারা আছি তারা পরিবার থেকে অনেক দূরে, চাইলেও বাসায় যেতে পারি না। কিন্তু যখন সবাই এক সাথে মিলিত হই তখন আঞ্চলিক ভাষায় কথা বলতে পারি, এলাকার খোঁজ খবর নিতে পারি। দায়িত্ব পাওয়ার পর সংগঠনের প্রতিটি সদস্যের প্রতি দায়িত্ব বেড়ে গেছে। অতীতেও আমরা একসাথে থাকতে চেয়েছি, আগামী দিনেও সবাইকে নিয়ে একসাথে থাকবো।
সাধারণ সম্পাদক ওমর ফারুক জানান, এই সংগঠনটি নিজের পরিবারের মতো। এখানে আসলে মনে হয় আমি আমার এলাকাতে আছি। যে প্রত্যাশা নিয়ে আমাকে এই দায়িত্ব দিয়েছেন আমি উনাদের সেই প্রত্যাশা পূরণ করতে চেষ্টা করবো। এখানে সবাই আমার আপনজন। তাই সবাইকে সাথে এই ক্যাম্পাসে একতাবদ্ধ থাকতে চেষ্টা করবো।
সাংগঠনিক সম্পাদক প্রান্তিক সরকার বলেন,নতুন কমিটিতে দায়িত্বপ্রাপ্ত সকলকে অভিনন্দন জানাচ্ছি, নতুন যারা আমরা কমিটিতে আছি তাদের সকলের প্রতি আমার আহ্বান থাকবে সবাই মিলেমিশে কাজ করবো, আমাদের শ্রদ্ধেয় উপদেষ্টা মন্ডলীর সহায়তায় আমরা জেলা সমিতির ভাবমূর্তি ফুটিয়ে তুলবো।
© Deshchitro 2024