|
Date: 2023-09-17 23:42:32 |
জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে রাঙ্গুনিয়ায় উন্নয়ন মেলা, র্যালি ও আলোচনা সভা রোববার (১৭ সেপ্টেম্বর) সকালে অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গনি ওসমানীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট আয়েশা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেব প্রসাদ চক্রবর্তী, রাঙ্গুনিয়া মডেল থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী, উপজেলা প্রকৌশলী মো. দিদারুল আলম, ইউপি চেয়ারম্যান জহির আহমেদ চৌধুরী, নজরুল ইসলাম তালুকদার, মো. ইদ্রিচ আজগর, ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, আহমদ ছৈয়দ তালুকদার, মুজিবুল হক হিরু, শেখ ফরিদ উদ্দিন চৌধুরী, একতেহার হোসেন, দানু মিয়া, মো. নূর উল্লাহ প্রমুখ। শেষে অডিটোরিয়াম প্রাঙ্গণে স্থাপিত উন্নয়ন মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ।
© Deshchitro 2024