নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বগুড়ার নন্দীগ্রামে এক হোটেল মালিককে ৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 


সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির উপজেলার রণবাঘা বাসস্ট্যান্ডে জিয়া হোটেল এন্ড রেস্টুরেন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন। 


উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করে বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রাখার দায়ে উপজেলার রণবাঘা বাসস্ট্যান্ডের জিয়া হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিককে ৩ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।


এছাড়াও ওই মালিকের দই কারখানায় ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক লাইন  অপসারণ ও মেরামত ও দই কারখানার পরিবেশ  স্বাস্থ্যসম্মত রাখার পরামর্শ প্রদান করা হয়েছে।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024