|
Date: 2023-09-18 21:23:00 |
বাগেরহাটের মোরেলগঞ্জে রবিউল (১৯) নামে এক যুবককে ১১৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৮ সেপ্টেম্বর) মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল উপজেলার বহরবুনিয়া ইউনিয়নের ঘষিয়াখালী গ্রামস্থ জনৈক মোঃ দুলাল খলিফা'র দোকানের সম্মুখ হতে রবিউল ইসলামকে গ্রেফতার করে। রবিউল পার্শ্ববর্তী রামপাল উপজেলার মল্লিকের বেড় ডালিপাড়া এলাকার শাহ আলম হাওলাদারের ছেলে। বর্তমানে রবিউলের পরিবার খুলনা সোনাডাঙ্গার মাদ্রাসা রেডের বাসিন্দা বলে জানা যায়। রবিউল একজন মাদক ব্যবসায়ী বলে জানান মোরেলগঞ্জ থানা পুলিশ। খুলনা থেকে ইয়াবা ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে সে ঘষিয়াখালী এলাকায় আসে। খবর পেয়ে অভিযান চালিয়ে ১১শ' ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ তাকে গ্রেফতার করতে সক্ষম হয় মোরেলগঞ্জ থানা পুলিশ।
মোরেলগঞ্জ থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, রবিউল খুলনা থেকে ইয়াবার একটি চালান নিয়ে ঘষিয়াখালী এলাকায় এসেছে-এমন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় স্থানীয়দের সহযোগিতায় রবিউলকে হাতেনাতে আটক করতে সক্ষম হয় পুলিশ। এ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে এ রিপোর্ট লেখা পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।
© Deshchitro 2024