মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। 'হৃদয় দিয়ে হৃদয়কে ভালোবাসুন, প্রকৃতি ও পরিবেশকে রক্ষা করুন' -এ প্রতিপাদ্য নিয়ে বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শ্রীমঙ্গল হার্ট ফাউন্ডেশন এর সহ-সভাপতি সাংবাদিক বকসি মোঃ ইকবাল এর সভাপতিত্বে ও শ্রীমঙ্গল হার্ট ফাউন্ডেশন এর যুগ্ম সম্পাদক জহর তরপদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়।


প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ডা. সত্যকাম চক্রবর্তী। উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, অধ্যাপক অবিনাশ আচার্য, অ্যাডভোকেট  আবু তাহের, অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর প্রমুখ।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024