|
Date: 2023-09-18 16:42:51 |
মুন্সি শাহাব্ উদ্দিনঃ- ( চট্টগ্রাম - লোহাগাড়া) - লোহাগাড়া উপজেলার একুশে পত্রিকার প্রতিনিধি সাংবাদিক আলাউদ্দিনের বিরুদ্ধে জাহাঙ্গীর আলম গং এর দায়েরকৃত ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন মঞ্জুর করেছেন চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের বিচারক মহোদয় জনাব জহিরুল কবির। জামিন শুনানীতে অংশ নেন চট্টগ্রাম জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও বিজ্ঞ সিনিয়র আইনজীবি এ,এইচ এম জিয়া উদ্দিন এবং এডভোকেট এহছানুল হক, এডভোকেট মোহাম্মদ এরফান, এডভোকেট রিদুয়ানুল করিম, এডভোকেট জিনাত, এডভোকেট আব্বাস আলী খান, এডভোকেট দিদার, এডভোকেট জাহেদ সহ বার জনের অধিক আইনজীবি।
গত সালের ১৭ আগাষ্ট জাহাঙ্গীর আলম গং বাদী হয়ে চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালে এক ঘটনাকে কেন্দ্র করে মামলা করে। যা পরবর্তীতে বিজ্ঞ আদালতের আদেশ মতে পি বি আই তদন্ত ক্রমে প্রতিবেদন দিলে গত ১০ সেপ্টেম্বর বিজ্ঞ আদালত ওয়ারেন্ট ইস্যু করেন। আজ ১৮ সেপ্টেম্বর সাংবাদিক আলাউদ্দিন বিজ্ঞ আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করিলে বিজ্ঞ আদালত জামিন মঞ্জুর করেন।
© Deshchitro 2024